শেখ মুজিবুর রহমান
তুমি আছো বুকের ভেতর
চিরকালই বহমান।
আছো তুমি প্রাণে প্রাণে
থাকো তুমি কাব্য গানে
ছড়াও আলো চতুর্দিকে
ছড়াও সুখের কলতান।
তুমি আছো স্বাধীনতায়
আছো ভাবের নিরবতায়
কলরবে আছো তুমি
হয়না তাহা অবসান।
তুমি আছো বাংলা জুড়ে
আছো তুমি কোকিল সুরে
হাতছানি দাও বারাংবারে
করো ন্যায়ের আহ্বান।
তুমি আছো সূর্য হয়ে
আছো রণতুর্য হয়ে
অমর হয়ে আছো তুমি
ভুলিবো না কো তোমার দান।