আজকে অমুক কালকে তমুক
ছোট বড়ো বুড়ো,
শোকের ছায়া শুনতে গুনতে
মনটা ভেঙে গুঁড়ো।
কেউ চলে যায় অসময়ে
সুজিত দাদার মতো,
আরও আছে বন্ধু রিপন
বাড়ায় বুকে ক্ষত।
ধরারমায়া ছাড়তে হবে
সত্য সেতো জানি,
অসময়ে আঘাত প্রভু
ক্যামনে বলো মানি?
নামী দামী বাড়ি গাড়ি
অহংকার এ ভরা,
ভেবে দেখুন মিথ্যে সবই
শূন্য তোমার ধরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com