মনের আড়ালে কিছু কথা রয়ে যায়
যা কখনো কাউকে বলা যায় না
আবার বলতে গেলেও মহাবিপদ
কেউ কেউ লুকানো কথা গুলো কে
দুর্বলতার সুযোগে ভিন্ন প্রচেষ্টা করে
কখনো হাসি তামাশার মধ্যে নিহিত
তাই না বলা কথা গুলো গোমড়ে মরে
কি’বা লাভ কাউকে আপন মনে করে,
তারচেয়ে বেশী ভালো কথা হজম করা
নিজের দূর্বলতা অহেতুক না প্রকাশ
এটাকেই বলে শুদ্ধ বুদ্ধির বহি:প্রকাশ।