শীত মানেই বাড়তি আমেজ
কানটুপি আর চাদরে মোড়ানো দেহ
শীত মানেই অলসতায় বিমূর্ত কেহ।
শীত মানেই ঠান্ডা থেকে দূরে থাকা
শীত মানেই গরম কাপড়ের আবরণে ডাকা।
শীত মানেই প্রিয়জনের স্পর্শ অনুভব
শীত মানেই ভালোবাসার আবির্ভাব,
শীত মানেই কুয়াশার আড়ালে সূর্যের লুকোচুরি
শীত মানেই খাঁচা বন্দী বাঘের আহাজারি।
শীত মানেই কুয়াশা ভেজা মিষ্টি সকাল
শীত মানেই হিমেল হাওয়ার পড়ন্ত বিকাল।
শীত মানেই মায়ের হাতের নানান পিঠাপুলি
শীত মানেই হাঁড়ি পাতা তাজা খেজুর রস
শীত মানেই শুষ্ক ত্বকের মলিন চেহারা
শীত মানেই বৃদ্ধের আইলা পোড়ানোর আকুতি
শীত মানেই ছোট্ট শিশুর গোসল না করার মিনতি।