কুয়াশায় আজ ভুবন ঢাকা
হাওয়া বইছে হিম,
চলাচলে ভারি কষ্ট
মাথায় ধরে ঝিম।
সারা দেহে কাঁপন জাগে
লুকিয়ে রোদ রয়,
কর্মে ধরে অলসতা
অতি ঠান্ডার ভয়।
গরীব মানুষ বাঁচবে ক্যামনে
গরম পোশাক নাই,
হালকা পাতলা ছেঁড়া বস্ত্র
পরে আছে তাই।
কষ্টে তাদের বুকটা ফাঁটে
শান্তি পায় না মন,
প্রকৃতির এই নিষ্ঠুর খেলায়
দুখে কাটায় ক্ষণ।
ওহে ধনী ওহে রাজা
বাঁচাও গরীব লোক,
ত্রাণ সামগ্রী দাও বিলিয়ে
জীবন শান্তির হোক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com