আজ দুপুরে রোদ উঠেছে
শীত পড়েছে কম,
মনের মাঝে উল্লসিত
দূর হয়েছে যম।
যাচ্ছে দেখা রবি কিরণ
চতুর্দিকে প্রভা,
সবখানেতে ঝলক লাগা
করছে খেলা শোভা।
হঠাৎ করে কুয়াশা এলো
পড়লো শেষে শীত,
আবার সবে কাঁপতে ছিলো
গাইতে ছিলো গীত।
শীতের সাথে বৃষ্টি ছিলো
ধমকা ছিলো খুব
এবার বুঝি শীতের তোড়ে
দেশটা দিবে ডুব।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com