শীত এসেছে মোদের গাঁয়ে
সবুজ শ্যামল মাঠে,
সাজ সকালে পাখি ডাকে
খোকন ঘুমায় খাটে।
শীত এসেছে সরষে ফুলে
হিজল দিঘির ঘাটে,
কান টুপি চাদর মুড়িয়ে
রাখাল ছেলে হাঁটে।
শীত এসেছে নদীর ঘাটে
ঘুমায় নৌকার মাঝি,
শীত এসেছে দিনে রাতে
আলসে সবে সাজি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com