শীত এসেছে, শীত এসেছে
খেজুর গাছে হাড়ি,
পিঠা পুলি বানায় দেখো
সবার বাড়ি বাড়ি।
কোঁয়াশা পরে থাকে
সবুজ ঘাসের উপরে,
সূয্যি মামা যায়না দেখা
যায় যে দেখা দুপুরে।
রসের হাড়ি নামায় দেখো
গাছি ভাই সকালে,
শস্যে ফুলে সোনালী রোদ
পরে থাকে বিকেলে।
মৌমাছি ফুলে ফলে
দেখো কতো বসেছে,
বছর ঘুরে আবার দেখো
শীত ঐ এসেছে।