শীত এলো শীত এলো
ডাকে শীতের পাখি,
লেপ কম্বল মুড়ি দিয়ে
সোনামণিকে রাখি।
শীতের পিঠা খাই মিঠা
খেজুর রসের পায়েস,
নলেন গুড়ের স্বাদ টুকু
কি মজার আয়েশ।
শীতের পাখি ডাকাডাকি
শিশির ভেজা ভোর,
বিড়াল ছানা চুপি চুপি
কম্বলের ভিতর।
সোনালী ধান ক্ষেতে
চাষীদের আনাগোনা
মাঠে মাঠে ভরে আছে
যেন খাঁটি সোনা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com