সর্দি ঠাণ্ডা লাগতে পারে
ঘরের বাইরে গেলে,
বড় ক্ষতি হতে পারে
ফ্রিজের খাবার খেলে।
গলা ব্যথা, মাথা ধরা
আরো হাঁচি-কাশি,
হতে পারে ছেলেমেয়ের
জ্বরের পাশাপাশি।
দেশে এখন শৈত্য হাওয়া
বইছে দিবানিশি,
গরম কাপড় না পরিলে
অসুখ হচ্ছে বেশী।
সবুজ সবজি খাবে বেশি
সবাই শীতের দিনে,
নইলে স্বাস্থ্যহানি হবে
ভিটামিনের বিনে।
কান আটকিয়ে নাক আটকিয়ে
চলতে হবে জেনো,
শীতের দিনের নিয়ম গুলো
সকল সময় মেনো।