প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
শীতের সকাল
শীতের সকাল কুয়াশা ভেজা আকাশ
চারদিকে ঝিরিঝিরি সাদা শিশির কণা,
মৃদু হাওয়া সরষে ফুলে মৌমাছির ভীড়
গাছের ডালে কিচিরমিচির পাখির নীড়।
কুয়াশার আড়ালে ডাকা দূরের পথখানি
কনকনে ঠান্ডা হাওয়া দিশেহারা পথিক,
নিবুনিবু আলো তেজ হীন সূর্যের আলো
ঘনকুয়াশার আদলে আকাশ যেন কালো।
পাখি ডাকে সূর্য উঠে হয় সোনালি ভোর
ঘুম ভেঙে মিষ্টি সকালে বধূ খুলে ডোর,
গায়ে চাদর মুড়িয়ে কৃষক ছুটে যায় মাঠে
কলসি নিয়ে কৃষাণী বধূ যায় নদীর ঘাটে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com