শীতের সকালে মজার মজার
তুমি যে পিঠা বানাতে,
নিজের হাতে নিয়ে এসে পাশে
বসে মুখে তুলে দিতে।
নিজ হাতে বানিয়ে খাওয়াতে
ভালোবেসে আমায়,
আমায় রেখে চলে গেলে একা
কোন যে অজানায়,
জানিনা আজ কোথায় আছো
তুমি কোন ঠিকানায়,
আমায় ছেড়ে গেলে কোথায়
নয়নে নদী বয়ে যায়।
প্রতিদিন সকালে তোমার হাতে
খাবার যে খাওয়াতে,
খাওয়ার সাথে পাশে বসে তুমি
মজার গল্প শোনাতে।
আজ তুমি দুরে গিয়ে কখনোই
আমার নেই যে পাশে,
তোমার স্মৃতি মনের বারান্দায়
আজো আমার ভাসে।
তোমার বিরহে আমার এই মন
এখনো খুব আনমনা,
যেথা আছো তুমি ভালো থাকো
রইলো শুভকামনা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com