শীত এলে মনে হয় সন্ধ্যা
কুয়াশাতে ঢাকা
গ্রামের সূর্য উঠেনা রে
শিশির বৃষ্টি থাকা।
শীতে চড়চড় করে হাত পা
শুষ্ক ঠান্ডা তাপে
ফেটে যায় ত্বকের শরীর
তীব্র শীতের চাপে।
সূর্য উদয় হয় না ক্ষণে
তাপমাত্রা আজ শূন্য
গরম কম্বল চাদর যোগান
শীতের সবজি পণ্য।
সুগন্ধি এক মিষ্টি হাওয়া
শীতের মৌসুম পাওয়া
খাওয়া-দাওয়া আমেজ ভরা
সুস্থ কাম্য চাওয়া।
পিঠাপুলি শীতের পায়েস
খেজুর গুড়ের রসে
নতুন ধানের রবি চাষে
উৎসব বাংলা দেশে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com