খেজুর রসের পিঠা খেতে
লাগে বড় মিষ্টি,
খেতে চাও ভাল কথা
দিও নাকো দৃষ্টি।
আরো আছে ভাপা পিঠা
নারকেল দিলে ভাই,
খেতে অনেক মধুর লাগে
ইহার জুড়ি নাই।
শীতকালের সব পিঠা গুলো
খেতে অনেক মজা,
এসব পিঠা খেলে সবার
মনটা থাকে তাজা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com