শীতের পরশ লাগে রাতের ছোঁয়ায়
হেমন্তে, কেঁপে কেঁপে তরু শাখে গান গায়
তাদের বুকের ব্যাথা, আসন্ন বিদায়ে
ধূসর ফ্যাকাশে রঙে, বিবর্ণ কালো ছায়ে।
দীর্ঘ বর্ষা শেষে, শীত ঋতু মনথরে
নতুন আমেজ যেন শরীরে প্রান ভরে
কুঠিরে আলপনা আঁকা, নলেন গুড়ের
চাষী বৌ পাক করে, সুবাস ছড়িয়ে।
শীতের সবজী শাক, মটরশুঁটি
লোভনীয়, স্বাদের গন্ধ, "মিলে, চড়ুইভাতি।
পথের দুর্বা দলে নাম না জানা ছোট ফুল
আদরে শিশির মাখে, মুক্তা বিন্দুর।
ধানের ডগায় শিশির আলোক রেখায
যেন বৃত্তে ঘুরে ঘুরে আলোক মালায়।
আমার হৃদয়ে এক, অজানা সোহাগে
আবেশ ছড়িয়ে দেয় প্রীতি মুগ্ধ করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com