কাজি বাড়ির বড় চাচা
শীতের দিনে নায়না,
হাতটা ধোয়ার ভয়ে চাচা
বারে বারে খায় না।
বাড়ি ঘরে হেঁটে বেড়ায়
কোথাও সে যায়না,
চাচির হাতে ঝাড়ি খেয়ে
মুখে আঁকে হায়না।
কাঁপা-কাঁপি করে চাচা
জামা পরে দশটা
যদি কেহ বলে কিছু
তার ও ধরে দোষটা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com