শীতের দিনে পিঠে খেতে মজা লাগে খুব
রস ভিজানো দুধ চিতই খেয়ে দেবে ডুব
গরম গরম পাটি সাপ্টায় জিবে আসে জল
ছেলেমেয়ে খাওয়ার পরে করে কোলাহল।
ভাঁপা পিঠেয় ধোঁয়া ওরে কি দারুণ তার রূপ
মজায় মজায় পিঠে খেয়ে থাকে সবাই চুপ।
ভাঁপা পিঠেয় ভালো লাগে খেজুর গুড়ের ঘ্রাণ
পিঠের লোভে মনের ভিতর আকুল করে প্রাণ।
হাতে কাটা সেমাই পিঠে খেলে রসে ভরে গাল
গরম গরম খেলে পরে চোখ, মুখ হয় লাল।
ঠাণ্ডা গরম কুলি পিঠের দেখতে ভালো খাঁজ
চুলোর পরে পিঠে খেলে লাগে নাতো লাজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com