ধনীর উপভোগ্য শীত
গরীবের হাড়ে বাজায় কষ্টের করুণ সংগীত।
ধনীরা ঘুমায় যখন লেপ-তোশকের ওমে
হিমেল হাওয়া খেলা করে
গরীবের শরীর চুমে।
নরম রোদে গরম কালড়
বিকায় চরম দামে
ধীরে ধীরে সূর্যিমামা অস্তাচলে যায় নেমে।
কুয়াশার শীতল ছোঁয়ায় দুস্থের গতর ঘামে।
গাছের গুঁড়ির মত স্টেশনে স্টেশনে
এলোপাথারী পড়ে রয় কত আদম সন্তান
কে কবে করে তার সন্ধ্যান?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com