শীত আসে কনকনিয়ে
হলুদ ফুলের গন্ধে
ফুল পাখিরা নৃত্য করে
নানান তালের ছন্দে।
গাঁদা, সর্ষে, সূর্যমুখী
শীতকালে দেয় উঁকি
দলবেঁধে অতিথি পাখি
হয় যে বাংলা মুখি।
নতুন ধানের গন্ধে বিভোর
নবান্নের উৎসবে
জারি সারি পালাগানে
চাঙা হয় সবে।
ফড়িং নাচে তিড়িংবিড়িং
মৌমাছি নেয় মধু
জামাই পিঠা তৈরি করে
ঝি, শাশুড়ি, বধু।
টাটকা সবজি রসের পিঠা
খেজুর গাছে হাঁড়ি
পিঠাপুলির মেলা বসে
শরহ, গ্রামের বাড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com