কুয়াশার চাদরে চারদিক বান্ধা
হীম হীম শীতে তাই
লেপ তোশক ঠান্ডা।
আমি তুমি সকলেই
কাপি যখন থর থর
দুষ্টর দলেরা সব
ছুটে চলে হর হর।
কুয়াশায় ঢেকে আছে
মাঠ ঘাট রাস্তা
কাজে কামে নেই কেউ
পরে আছে আস্থা।
বেলা যখন বেড়ে যায়
কেটে যায় কুয়াশা
পেটকে পুড়াতে সবাই
নিয়ে বসে নাস্তা।
খেতে খেতে বেলা বয়
নেমে আসে সন্ধ্যা
পড়া লেখায় মন নেই
লাগে সব মন্দা।