আকাশ থেকে পড়লে শিশির
শীত এসেছে বুঝি,
শিশির কণা ঘাসে ঘাসে
তখন সবাই খুঁজি।
শিশির কণা নয়তো ওটা
মুক্ত ঝরা জল,
গরম শেষে শীতটা তখন
বাড়ায় মনোবল।
গাছিরা সব গাছ যে কাটে
ব্যস্ত তখন থাকে,
রস পড়বে ভাড়ের ভেতর
স্বপ্ন কত আঁকে।
শীত তাড়াতে আগুন খেলার
আসর বসে রোজ,
দীন দুখীদের সুখ দু:খের
কেউ রাখে না খোঁজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com