ওরা কারা?
মানুষের পোশাকে হিংস্রতাকে ঢেকে
যুগে যুগে পৃথিবীর মঞ্চে
করে পদচারণ,
ওদের নির্মম ওই কুলসিত থাবায়
শঙ্কিত শত শিশুর জীবন।
ওরা ধর্ষণ করে, ওরা ভ্রুণ হত্যা করে
ওরা বাধায় ধর্মের যুদ্ধ,
ওরা অগ্নি পাত করে, ওরা বোমাবাজি করে
ওরা বিশ্বকে করে স্তব্ধ ।
সেদিনও ওরাই,
আমার বাংলাকে ভাসিয়েছে
রক্তের বন্যায়,
সেই রক্তে ভিজে নিষ্পাপ এক অবুজ শিশু
বাঁচার আকুতি জানায়।
কি তার করুন আকুতি,
কি তার করুন আত্ম চিৎকার
যে আকুতি,যে আত্ম চিৎকার
ওদের হৃদয় ছুঁতে পারিনি।
সেদিনও ওরাই
বুলেটের আঘাতে শেষ করেছিল
নিষ্পাপ ওই শিশুর জীবন।
তবে আমি এই জনতার মঞ্চে
শিশু হত্যার জন্য, অশ্রু ফেলতে আসেনি
যারা যুগে যুগে শিশু হত্যা করেছে
যারা আমার প্রাণের রাসেলকে হত্যা করেছে
আমি তাদের ফাঁসি দাবি নিয়ে এসেছি।
আমি এই জনতার মঞ্চে
শিশু হত্যার বিচার চাইতে এসেছি।