শিশুর হাতে লাল পতাকা
স্মৃতিসৌধ যাবে,
শহীদ মিনায় ফুলটি দিয়ে
খোকা ক্ষান্ত হবে।
খুকি বলে আমি নিব
লাল পতাকা হাতে,
হলুদ ফুলের ডালা নিয়ে লয়ে
যাব ভাইয়ের সাথে।
বাংলা ভাষার বই কিনিব
আম্মু আমায় দিবে,
মাতৃভাষার জাদুঘরে
আব্বু আমায় নিবে,
বিজয় দিনে লাল, সবুজের
নতুন জামা পড়ে,
মেলায় যাব সবাই মিলে
পতাকা হাতে ধরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com