ছোট্ট তিয়াসা খাবেনা কিছুই
মোবাইল চাই তার হাতে,
কার্টুন দেখে আজকে তবেই
মুখ লাগাবে সে ভাতে।
কোথা থেকে ঠাম্মি এলো
বলল দিদি ভাই,
ওসব বাদে কাছে এসো
গল্প ছড়া শোনাই।
লাল পরি নীল পরি
আর পঙ্খীরাজ ঘোড়া,
তার সাথে বলল আরো
মজার দুটো ছড়া।
ঠাম্মির কথা শুনে তিয়াসা
বসলো বাবুর মতো,
গল্প শুনেই ফেলল খেয়ে
থালার ভাত যত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com