শীত পড়েছে অনেক বেশি
গায় লেগেছে ফাগুন,
পানি দিলেই ধোঁয়া উঠে
শীত কুয়াশায় আগুন।
নিঃশ্বাস থেকে উনন ঝরে
ডিপ ফ্রিজের মত,
গতর থেকে অগ্নি ধোঁয়া
শিশির অবিরত।
জড়োসড়ো হয়ে সবে
যাবে না যে মাঠে,
পড়ালেখা ছুটি দিয়ে
শুয়ে আছে খাটে।
শীতের দাপট, হার কাঁপানো
হিম ধরেছে দেহ,
খোকা খুকু লুকিয়ে আছে
কম্বল গায়ে কেহ।