শিশিরভেজা ঘাসগুলো ঐ
শিশির জলে ভেজে,
অজু করে নিচ্ছে যেনো
নতুন করে সেজে।
গা-টা তাদের ধুয়েমুছে
মাথা ঝুঁকায় নুয়ে,
সৃষ্টিকর্তা প্রভুর পায়ে
দিচ্ছে যেনো ছুঁয়ে।
হয়তো আমরা বুঝি না হায়
তাদের সেজদার ধরণ,
কিভাবে যে করছে ওরা
দয়াময়কে স্মরণ?
গভীরভাবে দৃষ্টি দিলে
এমন-ই তো লাগে,
প্রভুর পায়ে সেজদা দিতে
ওরা ও যে জাগে।
গাফেল আমরা এসব থেকে
করছে কী যে তারা,
আসলে ভাই খোদার ডাকে
দিচ্ছে নিত্য সাড়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com