সব শিক্ষা দেয়না কভু
বইয়ের যত পাতা
বেশিরভাগ শিক্ষা দেয়
নিদারুণ বাস্তবতা!
সব প্রশ্নের জবাবে
কইতে হয়না কথা,
অনেক কিছুর জবাব
দিয়েই দেয় নিরবতা!
শত্রুর সাথে সর্বদা
থাকেনা শত্রুতা,
যেমনটা নয় নিরাপদ
আপনজনার মিত্রতা!
সব কিছুই হয় চেঞ্জ
প্রকৃতির অমোঘ বিধান,
আমিত্বের বড়াই ছাড়ি
একে অপরে রাখি সম্মান!