শিক্ষা জাতির মেরুদণ্ড
শিক্ষক জাতির মাথা,
মাথা বিহীন ধড় শুধু তাই
থাকা নিছক বৃথা।
মাথার মত শিক্ষা,গুরু
অতিব মূল্যবান,
অসম্মান না করে তাকে
করতে হবে সম্মান।
পিতা জন্ম দাতা যেমন
গর্ভে ধরেন মাতা,
শিক্ষক তেমন চিনাই বর্ণ
ধরে কলম খাতা।
বাল্য শৈশব কৈশোরেতে
তার কাছেতেই পড়ি,
শিক্ষকেরই হাত-টি ধরে
হয় যে হাতে খড়ি।
বড় সুখেই কাটে জীবন
তাদের কাছে পড়ে,
বাড়ে সম্মান ছড়ায় খ্যাতি
আলোর জীবন গড়ে।
শিক্ষকের তাই জ্ঞানী কথা
করতে পারলে মান্য,
সাচ্ছন্দ্যে যে কাটে জীবন
জীবন হয় যে ধন্য।