শালিক পাখি গায় গান
নীল আকাশে ভেসে,
খোকাখুকু করছে খেলা
ক্ষানিক মুচকি হেসে।
শালিক পাখি আহার খোঁজে
খোকার ঘরের উঠানে,
দুটো দানা চাই তার
বলছে খোকার কানে।
ভাত এনে দেয় খোকাখুকু
আরও দেয় পানি,
শালিক পাখি পেট ভরে খায়
ঘুচে তাহার গ্লানি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com