আমি জানি না শারমিন চলে গেছে,
শারমিনরা চলে যায় একবার,
শারমিনের ছায়া আমার সাথে বাস করে
ছায়া কতটা বেশরম হয়
শারমিনের ছায়াই তার প্রমাণ।
আমি ছুটলে শারমিনও ছোটে,
আমার বিষন্নতায় শারমিন হাসে
বিরবির করে বলে যায় আমি হারাইনি,
আমি তোমার সাথেই আছি।
ক্লান্ত আমি, হতাস আমি, সে নাই তবু
আমাকে ঘিরে আছে, বর্তমান।
আমার বিষাদ বেদনা, অস্তিত্বের সাথে
মিশে গেছে, শারমিন হারিয়ে গেছে
ছায়া দিয়ে গেছে অনন্তের জন্য।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com