এসো না যাই শাপলা বিলে?
ফুটছে সাদা ফুল,
দু-ধারেতে চেয়ে দেখো
ভরছে নদীর কূল।
কী অপরুপ লাগছে আহা!
দেখলেই জুড়ায় প্রাণ,
গাইবো আজি সেথায় গিয়ে
ভাটিয়ালি গান।
ঢেউয়ের তালে দুলছে দেখো
শাপলারা সব ওই,
জলদি করে চলো সবে
আছো তোমরা কই?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com