অশান্ত মন শান্ত হয় না
শান্তি কোথায় পাই
দ্বারে দ্বারে ঘুরে বেড়াই
শান্তি আমার নাই।
আপন মানুষ জড়ায় ধরি
শান্তি আমি পাই
প্রভু তোমার স্বয়ং পাতে
শান্তি আমি চাই।
মায়ের কোলে ফিরে এলে
শান্তি আমার হয়
বাবার মুখটি দেখলে পরে
মনে শান্তি রয়।
প্রভু তোমার আরাধনা
করতে মনে চায়
না করিলে অশান্ত মন
শান্তি নাহি পায়।
শান্ত কর আমায় তুমি
বুকের মাঝে ভয়
ভালোবাসায় আঁকড়ে ধরো
করব আমি জয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com