শরৎ কালে নদীর তীরে
দোলছে কাশের বন,
সাদা কাশের ফুল দেখে
হলো মাতাল মন।
শাপলা শালুক বিলের মাঝে
ফোটে থাকে কতো,
মাছ ধরে মিলে মিশে
জেলে ভাই যতো।
হাওয়ায় দোলে কাশফুল
নদীর বালু চরে,
সাদা মেঘের ভেলা গুলো
উড়ে যায় দূরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com