আকাশের নীলিমার প্রান্ত ছুঁয়ে
উড়ে যায় পাখির ঝাঁক
শরৎ আসে অপরূপ মহিমায়
বাজিয়ে ঢোলক ঢাক।
শ্রাবণ শেষে প্রকৃতি নব রূপে সাজে
সাদা মেঘ আকাশের বুকে ভাসে
নির্মল বাতাস আর ঝলমলে রোদে
কাশ ফুলরা আনন্দের হাসি হাসে।
গাছপালা বৃক্ষরাজি সতেজতা পায়
চারিদিকে সবুজের ছড়াছড়ি
ধানের ক্ষেতের মাঠ হয়ে ওঠে সবুজ
কৃষাণীর হাতে রেশমী চুড়ি।
মেঘমুক্ত আকাশ থেকে নেমে আসে
রঙিন ডানা মেলে কল্প কথার পরীরা
জ্যোৎস্নার মোহিত রূপে শরত রানী
উৎসবে মেতে উঠে বাংলার নারীরা।