নীল আকাশ মেঘে ভাসে
শরৎ রানী এলে,
ফুলে ফুলে উড়ে প্রজাপতি
রঙিন ডানা মেলে।
সাগরের বুকে ঢেউ উঠে
শরৎ এলো বলে,
পাল ছেঁড়া নৌকো চলে
নদীর কলকলে।
শরৎ এলো নদীর ধারে
শিউলি জুইঁ ফুটে,
ভোমর এসে উড়ে উড়ে
মধু সবই লুটে।
পাখিরা যায় নীড়ে ফিরে
শরতের মেঘ দেখে,
জেলে মাঝি তীরে ভীড়ে
নৌকো খানি রেখে।