পাখির গানে শুনতে পেলাম
শরৎ আসার সুর
বাজলো মেঘের বিদায় ঘন্টা
আসবে রঙিন ভোর।
গাঁয়ের পথে ঘাসের ডগায়
শিশির করে খেলা
শরৎ বাবুর আগমনে
ফুল পাখিদের মেলা।
সবুজ পাতার দোলনিতে
খোলা চিঠির ছন্দে
নদীর দুকূল মুখরিত
কাশফুলেরই গন্ধে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com