মজনু মিয়া
মনে হয়, তুমি আর আমি আবার দশ বারো বছর
বয়সে ফিরে যাই;
সকাল থেকে সন্ধ্যা অবধি কাশফুল তুলি
নদী তীরে ঘুরে বেড়াই।
পাল তুলা নৌকা দেখি, দেখি সাদা বকের ঝাঁক
কচুরিপানার রঙিন ফুল,
শাপলা তুলে হাত ধরাধরি করে বাড়ি ফিরি সন্ধ্যায়
শুনি মায়ের বকুনি ব্যাকুল।
জোছনা রাতে আঙিনায় গল্প কিচ্ছা শুনতে শুনতে
জোছনাভরা নীল আকাশ দেখতাম,
হঠাৎ তারা ছুটে গেলে,আচমকা চমকিত হতাম
তোমার মুখ পানে চেয়ে থাকতাম।
তালের পিঠা বানানো বসে দেখা মন হর্ষে ভাসতাম,
আসলে তোমার কাছাকাছি থাকা;
শরতের কাব্য শুনতান জুঁই ফুলের ঘ্রাণ নিয়ে মুগ্ধ;
স্পর্শ পাওয়ার আশায় ব্যাকুলতা।