স্বপ্ন বিভোর মুহূর্তেরা
কখন যেন অন্ধগলির চোরাপথে
ছুটে চলেছে একান্তে
চাঁদ জ্যেৎস্নার নিদারুন স্পষ্টতা
ফুঁটে উঠেছে অলৌকিক দর্শনলিপিতে
তোমার মুখে এখন শুধুই
ভালোবাসার তর্জমা
আর চোখে...
মায়ার চাদরে জড়ানো একবিংশ শতাব্দীর নৈ:শব্দ্যতা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com