পছন্দ তোমার আর্ট করা
মন যে থাকে পরে
খাওয়া নাওয়া বাদে সবই
আঁকো মনের ঘরে।
দারুন দারুন ছবি আঁকো
নানান প্রতিভাজন
পড়াশোনা শিখলে পরে
ভালোবাসবে স্বজন।
যোগ্য রবে অনেক বেশি
লালন করো মনে
ধর্মশিক্ষা শিখে তোমায়
উচ্চ পদের সনে।
শখটি তোমার অনেক কিছু
পরিবর্তন হবে
সময় পালাবদল করে
আঁকড়ে ধরো তবে।
সুস্থ থেকো সকল সন্তান
পরশ মাখা ছোঁয়া
চক্ষু শীতলকারী সবার
এটাই মোদের দোয়া।