প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
লোভের কোটা বন্ধ করি
দুর্নীতি আর লোভের কোটা
বন্ধ করতে হবে,
সুযোগ পাবে মেধাবীরা
বলছে জ্ঞানী সবে।
কোটা আন্দোলনের নামে
সুযোগ নিচ্ছে যারা!
ধংসলীলায় লিপ্ত হয়ে
উসকে দিচ্ছে কারা?
গণ্যমান্য আছেন যারা
নজরদারি করি,
বীর বাঙালীর সোনার দেশটি
শক্ত লাগাম ধরি।
পরিবর্তন আনা দরকার
নিজেদেরী আগে,
পরিবর্ধন হবে তখন
পরিপূর্ণ ত্যাগে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com