• আজ- রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

লেখালেখি করে আয় করুন

আব্দুর রহমান / ৭৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

add 1

বাংলায় লেখালেখি করে আয় করার একটি সৃজনশীল প্লাটফর্ম হলো সাহিত্যপাতা। ধর্ম-রাষ্ট্র বিরোধী ছাড়া আপনার স্বরচিত সব বিষয়ের উপর লেখালেখি করে ঘরে বসে প্রতিমাসে আপনিও ইনকাম শুরু করতে পারবেন। সাহিত্যপাতায় লেখালেখি করে ঘরে বসে আয় করুন। আপনার সৃষ্টি সাহিত্য বিষয়ে যে কোন ধরনের লেখা প্রকাশ করে প্রতিমাসে আয় করার সুযোগ পাবেন। একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা হিসেবে ‘মাসিক সাহিত্যপাতার যাত্রা শুরু হয়। সৃজনশীলতার পাশাপাশি লেখকদের সম্মাননা পেয়েছেন অনেকেই। ফেসবুক ম্যাসেজ্ঞারে কড়া নাড়ছে কবি-সাহিত্যিকরা। বিগত ১৪ বছরে মাসিক ‘সাহিত্যপাতা’ নতুনত্যের চমকে সৃজনশীল ও ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে যথেষ্ঠ ভূমিকা পালন করেছে। অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ‘সাহিত্যপাতা’ ওয়েবসাইটটিতে সাহিত্য বিষয়ক লেখা প্রকাশ করা হচ্ছে। সাহিত্য বিষয়ক লিটল ম্যাগ ‘মাসিক সাহিত্যপাতা’র লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও সুধীজনদের পরামর্শ ও সহযোগিতা পেয়েছি বলে আজ কিছুটা ভিন্ন আঙ্গিক এবং ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। পঁচমিশালি পত্রিকা বাজারে ছাড়ার ব্যাপারে আমাদের প্রবল অনীহা। কারণ এধরনের পত্রিকা সেকাল থেকেই চলে আসছে। তাই উদ্ভাবনাময় পরিকল্পনায় সুস্পষ্ট এবং সময়োপযোগী চিন্তা-চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাহিত্য-সংস্কৃতিকে আরো স্মার্ট এবং সৃজনশীল করতে ‘ছোট কাগজ’ বা ‘লিটল ম্যাগ’ হিসেবে বেছে নিয়েছি। তথ্যপ্রযুক্তির অব্যাহত ধারাকে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তরুণ কবিদের নিয়েই আমাদের কার্যক্রম তবে প্রবীণদের বাদ দিয়ে নয়। তারা সব সময় আমাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা জেনে খুশি হবে যে মাসিক সাহিত্যপাতার ওয়েবপোর্টাল ছাড়াও আমরা পাশাপাশি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত (প্রক্রিয়াধীন) ‘আমাদের সাতক্ষীরা’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে দুস্থ কবি সাহিত্যিদের কল্যাণে কাজ করে যাচ্ছি।  ‘মাসিক সাহিত্যপাতা’র ওয়েবসাইটটি এখন পাঠক নন্দিত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাইটগুলো প্রদর্শিত হচ্ছে আমি সকলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে অনলাইন ভার্সন নিয়মিত আপডেট রাখা হয়েছে। আপনাদের মেধা, মনন ও আমাদের কার্যকরি পরিষদের আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের সমন্বয়ে ‘সাহিত্যপাতা ফাউন্ডেশন’ স্বপ্ন দেখাবে বিশ্ব সাহিত্যঙ্গণে, সেই প্রত্যাশায়।
আপনাদের সহযোগিতায় সাহিত্যপাতা আরো সম্মৃদ্ধ হবে।
বি:দ্র: প্রতিবছর সেরা লেখকদের জন্য থাকবে সম্মাননা স্মারক ও সনদপত্র।
স ক লে র জ ন্য শু ভ কা ম না -আল্লাহ হাফেজ।
বিনীত
আব্দুর রহমান
সম্পাদক
সাহিত্যপাতা

add 1


আপনার মতামত লিখুন :

2 responses to “লেখালেখি করে আয় করুন”

  1. shahin khan says:

    জনাব, সালাম জানবেন। আমিও লেখালেখি করে আয় করতে চাই। সেক্ষেত্রে আপনার হস্তক্ষেপ আশা করছি।

  2. shahin khan says:

    জনাব, সালাম জানবেন। আমিও লেখালেখি করে আয় করতে চাই। সেক্ষেত্রে আপনার হস্তক্ষেপ আশা করছি।
    ভালো থাকবেন নিরন্তর। আপনার গুণমুগ্ধ শাহীন খান
    বানারীপাড়া ৮২৯০, বরিশাল।
    ০১৭৬০৬৭৮৯৬৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ১১:১০)
  • ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৭ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT