আম গাছেতে তাল ধরেছে
শুনছি কত ছড়া,
শুনছি আরো ছোট্টকালে
আজগুবি সব পড়া।
জাম বাগানে কমলালেবু
পেঁপে গাছে জলপাই,
শুনতে চাইলে বলবো আরো
ধৈর্য্য ধরো সব ভাই।
নারকেল গাছে লিচু ধরে
লিচু গাছে কলা,
আরো নানান ফলের কথা
লিখলে যাবে বলা।
তেঁতুল গাছে ভূতের বাসা
জ্বিনরা করতো কান্না,
কতজনা তাদের ভয়ে
ফেলে আসতো রান্না।
বট্ গাছেরই আগায় নাকি
থাকতো অনেক পরী,
একলা কাউকে পেলে ওরা
নিতো সঙ্গে করি।