বঙ্গবন্ধুর সাতই মার্চের
জ্বালাময়ী ভাষণ,
বীর বাঙালির হৃদয় মাঝে
করে নেয় আসন।
বীর বাঙালি শপথ করে
থাকবে না আর ঘরে,
পাক বাহিনীর সঙ্গে লড়বে
দেশ মুক্তির তরে।
পাক বাহিনীর সঙ্গে তারা
তুমুল লড়াই করে,
রক্তক্ষয়ী লড়াই চলে
দীর্ঘ নয় মাস ধরে।
লড়াই শেষে বীর বাঙালি
ফেরে জয়ের বেশে,
লাল সবুজ পতাকা ওড়ে
স্বাধীন বাংলাদেশে।