ইদানিং, কোন কাজে মন বসে না;
না জানি কোন চিনতাই,
হঠাৎ আমার মনটা হয়ে গেছে ছিনতাই।
ছিনতাই কুমারীর সঠিক হয়তো নাম জানি না;
মুখটা যেনো চিনা চিনা,
হৃদয়টা নিয়ে গেলো দূরন্ত মীনা।
লাভ ভাইরাস আমার হৃদয়ে বাসা বেঁধেছে
সে রাতের ঘুম দুচোখ থেকে কেড়ে নিয়েছে?
দিনের আলোয় আঁধার দেখি রাতেরবেলা রঙিন
তাঁর চিন্তায় ভেবে ভেবে কেটে যায় দিন।
যে আমার মনটা করেছে ছিনতাই,
বসে বসে সারাক্ষণ করি শুধু তাঁর চিন্তাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com