বিশ্বাস বাড়ির ছোট্ট মেয়ে
দিবা যে তার নাম,
কিনবে সে যে মাটির পুতুল
তার তো অনেক দাম।
গুড় পুকুরের মেলায় গিয়ে
কিনলো পুতুল মেলা,
তাদের নিয়ে চলে যেতার
পুতুল বিয়ের খেলা।
বর আছে আর কনে আছে
সতো দুটি দল,
ভোর না হতেই বলে দিবা
খেলতে সবাই এবার চল্।
কু্ঞ্িচ খুটির ঘর বানানো
লতা পাতায় ছাওয়া
সেই ঘরেতে ব্যস্ত তারা
হয় না নাওয়া -খাওয়া।
মায়ের আদেশ, বাবার শাসন
কোন কিছুই নাই
কাদা মাটির মিষ্টি বানায়
মিছা মিছি খায়।
এমনিভাবে ওঠে বেজে
বিয়ে বাড়ির ধুম
সে কারণে ভাঙ্গে মায়ের
দুপুর বেলার ঘুম।
রান্না - খাওয়া শেষ না হতেই
পুতুল বিয়ের পালা
কনে এসে ধরে তার
মা কাকিদের গলা
কেঁদে কেঁদে বলে যত ব্যাথার কথা।
এমন সময় আসলো হঠাৎ
বরযাত্রীর দল
বলল সবাই কনের কানে
চলনা এবার ছাদনা তলায় চল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com