সূর্যরশ্মিতে হঠাৎ ফুল ফুটেছে,
সে ফুলের তেজে আকাশ হয়েছে আগ্নেয়গিরি;
মেঘ আর বৃষ্টি হারিয়েগেছে হিমালয় পর্বতমালায়
বৈশ্বিক উষ্ণতাপে জ্বলছে আলোকিত পৃথিবী।
নীল আকাশে লাল ডিমের মতো যে স্ফুলিঙ্গ
ইদানীং সেটা গনগনে রৌদ্রস্ফুলিঙ্গ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com