এই রৌদ্রছায়ার খেলাতে
গ্রাম্য রঙিন মেলাতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
এই কোমল বৃষ্টি ছোঁয়াতে
উষ্ণ চায়ের ধোঁয়াতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
এই বকুল ফুলের বাগানে
মাটির ঘরের উঠানে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
তোর মনভোলানো মায়াতে
তোর মিষ্টি ভালোবাসাতে,
চাইনা তোকে হারাতে,
চাইনা তোকে হারাতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com