রোযা মানে নয়তো শুধু
উপোস থাকার কাম,
রোযা মানে ইন্দ্রিয় তৃপ্তি হতে
বেঁচে থাকার নাম।
রোযা রেখে দিনরাত যদি
শুনতে থাকো গান,
কানের রোযা ভঙ্গ যে হল
ভেবেছ কি ভাইজান।
সারাক্ষণ যদি মোবাইলে তে
ছবি দেখো হায়,
চোখ ও দিলের রোযা তো
ভেঙেই গেল ভাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com