রোজা কেবল উপবাস নয়
শুধুই পানাহার বর্জণ
রোজা মানে আত্মসংযম
রবের নৈকট্য অর্জন।
ধ্যানে রোজা, জ্ঞানে রোজা
রোজা সর্ব কাজে
মহান আল্লাহ রাজি খুশি
তওবা, অনুশোচনার লাজে।
রোজা মানে পাপকে দহন
ঈমান পোক্ত করন
আনুগত্যে আল্লাহ খুশি
করি তাঁকে স্মরণ।
রোজার মাসে কোরআন নাযিল
সৌভাগ্যময় রাত
জাহান্নাম থেকে পানা চাই
করি মোনাজাত।
বেশি বেশি জান্নাত চাই
অসীম দয়াময়
মৃত্যুর কথা স্মরণ করি
মনে রাখি ভয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com