রোজা রাখার প্রথম আদব চোখ হেফাজত করা,
কুরআন তেলাওয়াত ও দরুদ বেশি বেশি পড়া।
রোজা রেখে সর্বদা হেফাজত করতে হবে কান,
গরিব দুঃখী এতিম অভাগীদের করতে হবে দান।
পরচর্চা গীবত থেকে সর্বদা থাকতে হবে দূরে
পবিত্র মাহে রমজানে হৃদয়টা ভরে যাবে নূরে,
হালাল পথে চলতে হবে মিথ্যা থেকে রই দূরে
অর্থ বুঝে কুরআন পড়ি মন থেকে মিষ্টি সুরে।
হাত পায়ের হেফাজত করা মুমিন বান্দার কাজ,
হালাল রুজিতে ইফতার করতে নাই কোন লাজ।
মহান রবের কথা স্মরণ করবো দিয়ে মন প্রাণ,
সকল পাপ মোচন করে সওয়াব করবেন দান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com